ত্বকচর্চা বা রূপচর্চা কি শুধুই মেয়েদের জন্য? অনেকেই এমনটাই ভাবেন। কিন্তু ত্বকচর্চার বিষয়টা আসলে সার্বজনীন। দৈনন্দিন জীবন যাপনে ত্বক চর্চা একেবারেই স্বাভাবিক একতা বিষয়। আপনি নারী হন বা পুরুষ, ত্বকে ময়লা জমলে ত্বক নষ্ট হবেই। কাজেই, ছেলেদের ত্বকের যত্নের ও প্রয়োজন রয়েছে।
ছেলেদের ত্বক মেয়েদের মত নরম হয় না। তবে ছেলেদের ত্বকের ও কিন্তু ধরন রয়েছে। মোটা ও পুরু চামড়া হলেও ছেলেদের ত্বক ও রকমভেদে তৈলাক্ত বা শুষ্ক বা মিশ্র হতে পারে। তাই মেয়েদের ফেসওয়াশ ছেলেদের ত্বকের জন্য ঠিক পার্ফেক্ট না।
তবে বাজারে এখন ছেলেদের ত্বকের জন্য উপযোগী নানারকম ফেসওয়াশ পাওয়া যায়। এই আর্টিকেলে আমরা জানবো ছেলেদের ত্বকের জন্য সেরা ৫টি ফেসওয়াশ সম্পর্কে।
সারাদিন বাইরে কাজ করার ফলে ত্বকে জমে তেল-ময়লা ও ঘাম। ব্যাকটেরিয়ার আক্রমণে ত্বক হারায় তাঁর স্বাভাবিক সতেজ ভাব। তাই নিজেকে ফিট রাখতে, সুন্দর রাখতে ও নিজের যত্নে ফেসওয়াশের গুরুত্ব অপরিসীম। ছেলেদের ত্বক মেয়েদের থেকে আলাদা হলেও তাদের ত্বকের রয়েছে রকমভেদ। আর সেই অনুযায়ী বাজাররেও রয়েছে নানা ধরনের ফেসওয়াশ। চলুন জেনে নিই ছেলেদের সব ধরনের ত্বকের জন্য সেরা ৫টি ফেসওয়াশ সম্পর্কে।
আপনি যদি বাজেট ফ্রেন্ডলি ফেসওয়াশ খোঁজেন তবে এভারগ্লো ইনটেন্স হোয়াইট মেন ফেসওয়াশ আপানর জন্য একটি দারুণ অপশন। একটি টিউবে ১০০ এমএল থাকে তাই খুব জলদি ফুরিয়ে যাওয়ার ভয় নেই। এই ফেসওয়াশটি টিনেজ থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে।
উপকারিতা-
১। এভারগ্লো ইনটেন্স হোয়াইট মেন ফেসওয়াশটি বিশেষভাবে তৈরি হয়েছে ছেলেদের ত্বকের জন্য। কাজেই আপনার ত্বক যত পুরুই হোক, এটি ত্বকের গভীরে পৌঁছে তেল ও ময়লা দুর করতে সাহায্য করে।
২। এটি আপনার ত্বকের পিএইচ ব্যালেন্স ধরে রাখতে সাহায্য করে।
৩। এই ফেসওয়াশে রয়েছে ওয়াইসি মিল্ক এক্সট্র্যাক্ট যা ত্বককে প্রাকৃতিকভাবে এক্সফলিয়েট করে পোরসের ভিতরে ঢুকে মৃত কোষ দুর করে এবং ত্বকের সজীবতা বজায় রাখে।
৪। এটি নরমাল থেকে শুষ্ক ত্বকের জন্য সবচেয়ে ভালো উপযোগী।
ব্যবহারবিধি-
১। পানি দিয়ে ভালোভাবে মুখ ভিজিয়ে নিন।
২। পরিমাণমত ফেসওয়াশ আঙুলের ডগায় নিন।
৩। হালকা পানি দিয়ে ভালো করে ফোম বানিয়ে নিন।
৪। মুখে ও ঘাড়ে হালকাভাবে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন।
৫। ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৬। পাতলা তোয়ালে মুখ মুছে ফেলুন।
৭। ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
সতর্কতা-
১। শিশুদের নাগালের বাইরে রাখুন।
২। চোখের ভিতর ঢুকে না যায় সে দিকে সতর্ক থাকুক।
৩। মুখে কোন ধরনের জ্বালাপোড়া শুরু হলে সাথে সাথে ব্যবহার করা বন্ধ করুন।
যেসব ছেলেদের ত্বক একটু তৈলাক্ত তাদের জন্য NIVEA MEN All-in-1 Charcoal Face Wash একটা হোলি গ্রেইল প্রোডাক্ট। কম বাজেটে এই ফেসওয়াশটি হতে পারে আপনার নিত্য দিনের সঙ্গী।
তৈলাক্ত ত্বকের প্রধান সমস্যা ঘন ঘন ব্রণের প্রভাব। আর ছেলে হোক বা মেয়ে, তৈলাক্ত ত্বকে ঠিক মত যত্ন না নিলে ব্রণ উঠবেই। চলুন জেনে নিই নিভিয়া মেন অল-ইন-ওয়ান চারকোল ফেসওয়াশের কার্যকারিতা।
উপাদান- চারকোল, মেন্থল
উপকারিতা-
১। এই ফেসওয়াশে রয়েছে চারকোল এক্সট্র্যাক্ট যা তৈলাক্ত ত্বকের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে এবং একনে বা পিম্পলের প্রভাব কমায়।
২। ত্বককে দীর্ঘ সময়ে তৈলাক্ত ভাব থেকে দুরে রাখে।
৩। এতে রয়েছে মেন্থলের সুবাস যা ত্বককে দীর্ঘ সময় রাখে সতেজ।
৪। এটি ত্বকের গভীরে গিয়ে সমস্ত তেল-ময়লা পরিস্কার করতে সাহায্য করে।
বাজেট ফ্রেন্ডলি আরেকটি চমৎকার ফেসওয়াশ হলো ওয়াইসি এক্সট্রা হোয়াইটেনিং মেন ফেসওয়াশ। সারাদিন বাইরে ঘোরাঘুরির ফলে ছেলেদের ত্বকেও হয় ছোপ ছোপ কালো দাগ। এই ফেসওয়াশটি চমৎকার ভাবে ত্বকের কালো ছোপ ছোপ দাগ দুর করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়া স্কিন টোন ঠিক করতেও এই ফেসওয়াশের জুড়ি নেই।
উপাদান- পটাসিয়াম লরেট, গ্লিসারিন, মুলবেরি এস্কট্র্যাক্ট, ভিটামিন বি৩
উপকারিতা-
১। এই ফেসওয়াশের উন্নত ফর্মুলা আপনার স্কিন টোন উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বকের কালো ছোপ ছোপ দাগ, মলিনতা, ডাউন স্কিন টোন ইত্যাদি নিমেশজেই দুর হয়ে যায় নিয়মিত এই ফেসওয়াশ ব্যবহারের ফলে।
২। এই ফেসওয়াশের প্রাকৃতিক উপাদান আপনার ত্বকের গভীরে পৌঁছে ত্বকে প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয়। ফলে ত্বক হয়ে ওঠে ভিতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল।
৩। এটি ত্বকের মৃত কোষ দুর করতে সাহায্য করে।
৪। এটি পোরসের গভীরে গিয়ে ডিপ ক্লিন করে ফলে ত্বকে ওপেন পোরসের সমস্যা দেখা দেয় না।
৫। এই ফেসওয়াশের ন্যাচারাল ময়েশ্চারাইজিং এজেন্ট ত্বকে প্রয়োজনীয় ময়েশ্চার যোগান দেয় ফলে ত্বকে শুষ্কভাব থাকে না এবং ফাটল ও ধরে না।
৬। ত্বকের ফাইন লাইন এবং রিংকেল দুর করতে সাহায্য করে।
৭। এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী।
Zayn & Myza Tea Tree & Salicylic Acid Foaming Facewash - For Men ফেসওয়াশটির সবচেয়ে গুরুত্বপুর্ণ দুটি উপাদান টি ট্রি এসেনশিয়াল অয়েল ও স্যালিসাইলিক এসিড। দুটি উপাদানই ত্বকের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। চলুন দেখে নিইই এইফেসওয়াশটির কার্যকারিতা।
উপাদান- টি ট্রি এসেনশিয়াল অয়েল, স্যালিসাইলিক এসিড
উপকারিতা-
১। এই ফেসওয়াশ ত্বকের স্কিন টোন কয়েক গুণ উজ্জ্বল করতে সহায়ক।
২। এটি ত্বকের পিএইচ লেভেল ব্যালেন্স করতে সহায়তা করে।
৩। এতে রয়েছে টি ট্রি এক্সট্র্যাক্ট যা ত্বকের গভীরে পৌঁছে ত্বকের অয়েল ব্যালেন্স করতে সাহায্য করে। এছাড়া এর এন্টি মাইক্রোবিয়াল প্রোপার্টি ত্বকের গভীরে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে।
৪। এই ফেসওয়াশে রয়েছে স্যালিসাইলিক এসিড যা ত্বকের মৃত কোষ দুর করে ত্বকে ফিরিয়ে আনে বাড়তি উজ্জ্বলতা। এছাড়া এটি ত্বকের পিম্পল দুর করতেও সাহায্য করে।
ব্যবহারবিধি-
ফোমিং ফেসওয়াশ ব্যবহার করার নিয়ম একটু আলাদা। চলুন জেনে নিই ফোমিং ফেসওয়াশ কিভাবে ব্যবহার করবেন।
১। হাত এবং মুখ পানি দিয়ে ভিজিয়ে নিন।
২। খুব অল্প পরিমাণ ফেসওয়াশ আঙুলের মাথায় নিন।
৩। দু হাতের তালুতে অল্প পানি দিয়ে ঘসে ফোম তৈরি করুন।
৪। মুখে ও ঘাড়ে ফোমটি ভালোভাবে মাসাজ করুন।
৫। দুই আঙুলের সাহায্যে সার্কুলার মোশনে মাসাজ করুন।
৬। বেশি করে পানি দিয়ে ধুয়ে নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।
ছেলেদের কাছে স্টুডিও এক্স ব্র্যান্ডটি কিন্তু একটা হোলি গ্রেইল ব্র্যান্ড। এই ব্র্যান্ডের স্টুডিও এক্স ব্রাইটেনিং ফেসওয়াশটি বিশেষভাবেই তৈরি করা হয়েছে ছেলেদের স্কিন মাথায় রেখে। চলুন জেনে নিই এই ফেসওয়াশের উপকারিতা।
উপকারিতা-
১। ত্বকের গভীরে পৌঁছে তেল-ময়াল সম্পূর্ণরূপে দুর করে।
২। এটি ত্বকের সজীবতা ধরে রাখে অনেক ক্ষণ।
৩। ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে আনে ও রোদের পোড়া কালো দাগ দুর করে।
৪। সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
৫। ত্বককে ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে।
অনেকেই মনে করেন ছেলেদের আলাদাভাবে স্কিন কেয়ারের প্রয়োজন নেই। অথচ ছেলে এবং মেয়ে উভয়েই বাইরে যায় এবং সবার ত্বকেই কিন্তু তেল-ময়লা জমে। তাই ছেলেদের ও যদি ত্বক পরিস্কার রাখতে হয় তবে নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করতে হবে।
এখানে জেনে রাখা প্রয়োজন যে ছেলে এবং মেয়েদের ত্বক আলাদা। তাই ত্বকের ধরন অনুযায়ী ছেলেদের কে বেছে নিতে হবে সেই সব ফেসওয়াশ যান তৈরি করা হয়েছে পুরুষের জন্য।
ছেলেদের ত্বক পুরু হলেও সেটা হতে পারে তৈলাক্ত। আর আমরা সবাই জানি যে তৈলাক্ত ত্বকে প্রচুর ব্রণের সমস্যা দেখা দেয়। তাই ছেলেদের তৈলাক্ত ত্বকে রজনয় বেছে নিতে হবে সেই ফেসওয়াশ যা ত্বকের অয়েল ব্যালেন্স করতে সক্ষম।
NIVEA MEN All-in-1 Charcoal Face Wash, Zayn & Myza Tea Tree & Salicylic Acid Foaming Facewash - For Men সহ আরো অনেক ফেসওয়াশ আছে যা শুধুমাত্র ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্যই তৈরি করা হয়েছে। এগুলো নিয়মিত ব্যবহার করলে ত্বকের তৈলাক্ত ভাব যেমন কমে তেমনি ব্রণের প্রাদুর্ভাব ও কমে যায়।
মুখ ধোয়ার সময় সাবান কখনোই ব্যবহার করা উচিত নয় কারণ সাবানের ক্ষার ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর। ছেলেদের ত্বকের জন্য উপযোগী নানা ধরনের ফেসওয়াশ এখন বাজারে পাওয়া যায়। সেখান থেকে ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ বেছে নিতে হবে এবং দিনে অন্তত দুইবার ব্যবহার করতে হবে।
পুরুষের ও রয়েছে ত্বকের যত্নের প্রয়োজনীয়তা। কিন্তু সে জন্য প্রয়োজন সচেতনতা। আপনাকে ত্বক সচেতন হতে হবে নিজের ভালীর জন্যই। ত্বকচর্চা এখন শুধু আর সৌন্দর্য সচেতনতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি এখন লাইফস্টাইলের অংশ। তাই নারীপুরুষ নির্বিশেষে সবাইকেই নিজের ত্বকের ব্যাপারে সচেতন থাকতে হবে যেন বয়সের আগেই ত্বক বুড়িয়ে না যায় বা নষ্ট না হয়ে যায়।